ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

৪ সপ্তাহ আগে
ঢাকায় কাকরাইল মোড়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়ে এই কর্মসূচির পালন বাংলাদেশ গণঅধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাকর্মীরা।


দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজশাহী-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বিশ্বরোড মোড়ে ইট ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। অবরোধের কারণে প্রায় ৪০ মিনিট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুদিকে আটকা পড়ে আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে পুলিশ এসে অনুরোধ করলে অবরোধ তুলে নেয়া হয়।


আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর


এ সময় বক্তব্য রাখেন: জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহেদুজ্জামান সাঈম, সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাসসহ গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, অবরোধ তুলে নেয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন