ভিজিএফের চাল মিললেও বাড়ি ফেরা হলো না শহিমা বেগমের

১ সপ্তাহে আগে
ঈদ উপলক্ষে পঞ্চগড়ে সরকারের দেয়ে দুস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড রোদ আর ভিড়ে হিট স্ট্রোকে মারা গেছেন শহিমা বেগম (৫০) নামে এক নারী।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুুপুরে পঞ্চগড় পৌরসভা থেকে ঈদ উপলক্ষে দেয়া ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড রোদ আর ভিড়ে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে মারা গেছেন বলে দাবি তার পরিবারের।


মারা যাওয়া শহিমা বেগমের বাড়ি পঞ্চগড় পৌরসভার মোলানি এলাকায়। তিনি ওই এলাকার শফিয়ার রহমানের স্ত্রী।


পরিবার সূত্রে জানা গেছে, শহিমার চার মেয়ের মধ্যে ১ জন মারা গেছেন। বাকি ৩ জনকে বিয়ে দিয়েছেন। স্বামী শফিয়ার রহমানও অসুস্থ তেমন কাজ কর্ম করতে পারেন না। নিজেই মানুষের বাড়িতে কাজ করে কোনো মতো সংসার চালাতেন। এদিকে বাদ এশা মৃতের জানাজা শেষে মোনালি কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


শহিমা বেগমের জামাতা শাহিন ইসলাম বলেন, ‘আমার শাশুড়ি রোজা রেখে ভিজিএফের ১০ কেজি চাল তুলতে যান। পৌরসভায় ছিল প্রচণ্ড ভিড়। সেই সঙ্গে ঠেলাঠেলি আর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। কোনো মতে, চাল তুলতে পারলেও মাথা ঘুরে পড়ে যান এবং বমি করেন। পরে তাকে আমার ছেলে এক প্রতিবেশীর বাসায় নিয়ে মাথায় পানি ঢালেন। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।’ 


পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায় নি বলে জানান তিনি।

আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু রাব্বী, বিচার চান এলাকাবাসী

এদিকে পঞ্চগড় পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণের সময় অনেক ভিড় ছিল। তবে চাল নিতে এসে মারা যাওয়ার ঘটনা আমার জানা নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন