নাটকে তুলে ধরা হয়েছে ভালোবাসার লড়াই। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও তা হয়ে ওঠে ত্যাগের নাম। আর এ অনুভূতিকে পর্দায় তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। গল্পে ‘প্রিতম’ চরিত্রে ধরা দিয়েছেন তিনি।
বিরহী প্রেমের গল্প এগিয়ে গেছে, ‘আভা’ নামের একটি মেয়েকে কেন্দ্র করে। যেখানে দেখা যায়, আভাকে ভালোবাসে প্রিতম কিন্তু কখনও তার সঙ্গে সম্পর্কের জড়াতে পারেনি।
নাটকটিতে ফুটে উঠেছে ভালোবাসা ও সমাজের পারিপার্শ্বিক পরিস্থিতির টানাপোড়নও। ব্যক্তিগত, নিঃশব্দ, গভীর ভালোবাসা কীভাবে সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্তে ব্যর্থ ভালোবাসায় রূপ নেয় তা তুলে ধরা হয়েছে 'অপ্রেমিক' নাটকটিতে।
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সোহেল রাজ। নতুন এ নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন,
এটি আমাদের চারপাশেরই গল্প। ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না। আমি বিশ্বাস করি, অপ্রেমিক দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে।
আরও পড়ুন: বাবা হারালেন ‘ইত্যাদি’র নাতি খ্যাত নিপু
'অপ্রেমিক'-এ তৌসিফ মাহবুবের সঙ্গে রয়েছেন এ সময়ের তরুণ এক অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজি সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন: কাঁদলেন দিলারা জামান, বললেন আমি কি খারাপ মেয়ে?
প্রসঙ্গত, 'অপ্রেমিক'-এ বিশেষ চমক হিসেবে রয়েছে সাজিদ সরকারের মিউজিকে সোমেশ্বর অলির লেখায় 'তোমার মতো কেউ' শিরোনামের একটি গান। এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস ও রেহান রাসুল।
]]>