সোমবার (৯ ডিসেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে বাংলাদেশ।
সিলেটে এদিন টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪ ওভারেই ৩৩ রান তুলে ফেলে। তবে চতুর্থ ওভারের শেষ বলে মুরশিদার উইকেট হারায় টাইগ্রেসরা। ১২ বলে ১২ রান করে প্রেন্ডারগাস্টের বলে আউট হন তিনি।
আরও পড়ুন: উন্মোচন করা হলো এনসিএল টি-টোয়েন্টির ট্রফি
তবে ওয়ান ডাউনে নামা শারমিনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা। মাত্র ৫৮ বলে ৭১ রান যোগ করে এই জুটি। ফলে বাংলাদেশ বড় স্কোরের সুবাস পাচ্ছিল। কিন্তু শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি।
৩৩ বলে ৪ চারে ৩৪ রান করে ম্যাগুয়েরের শিকারে পরিণত হন শারমিন। শারমিনের বিদায়ের পর সোবহানাও আর বেশিক্ষণ টেকেননি। পরের ওভারে বল হাতে ফিরেই সোবহানাকে ফেরান ম্যাগুয়ের। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন এই ওপেনার।
এরপর আর কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। উল্টো জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে। শেষ ২৮ বলে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান তোলে টাইগ্রেসরা। স্বর্ণা ৬ বলে ৪, অধিনায়ক নিগার সুলতানা ১৬ বলে ৮ ও নাহিদা ১ রান করে আউট হন। রানের খাতা খুলতেই পারেননি রিতু মনি। রাবেয়া ৩ রানে ও জান্নাতুল ফেরদৌস ১ রানে অপরাজিত থাকেন।
প্রেন্ডারগাস্ট ২২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ম্যাগুয়ের ২ উইকেট শিকার করেন।