ভালো শুরুর পর ৩ উইকেট হারিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

১ সপ্তাহে আগে
মিরপুর টেস্টে মাহমুদুল হাসান জয়-সাদমান ইসলামের জুটিতে শুরুটা আশা জাগানিয়াই হয়েছিল বাংলাদেশের। অর্ধশত রানের জুটি ভাঙার পর খেই হারিয়েছে টাইগাররা। সাদমানের পর আগের টেস্টের দুই সেঞ্চুরিয়ান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সাজঘরে ফিরে গেছেন দলীয় শতরানের আগেই। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন মুমিনুল হককে নিয়ে।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। লাঞ্চের বিরতির আগে ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 


১৩.৪ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে সাদমান-জয় ৫২ রান যোগ করেন। ভালো খেলতে থাকা সাদমানকে আউট  করে জুটি ভাঙেন ম্যাকব্রাইন। ডানহাতি স্পিনার ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাদমান। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেন আইরিশ অধিনায়ক বালবার্নি। তাতে সফল হন তিনি। ৪৪ বলে ৬ চারে ৩৫ রান করেছেন সাদমান।


আরেক ওপেনার জয় সাবধানী ব্যাটিং করছিলেন। কিন্তু হঠাৎ তার শখ জাগে তুলে মারার। বড় শট খেলতে গিয়ে ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকারে পরিণত হন জয়। ৮২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয় এদিন ৮৬ বলে ২ চারে ৩৪ রান করেছেন।


আরও পড়ুন: ‘যতদিন ক্রিকেট খেলব, আপনি আমার অধিনায়ক’


ম্যাকব্রাইনকে ছক্কা মেরে ৮৮ বলের বাউন্ডারি খরা কাটিয়েছিলেন শান্ত। তবে পরের বলেই বোল্ড হয়ে দলের বিপদ বাড়িয়েছেন। ৯৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। শান্তর বিদায় ১১ বলে ৮ রান করেই। আবারও শিকারির নাম ম্যাকব্রাইন।  মিরপুর টেস্টে প্রথম সেশনে বাংলাদেশের তিনটি উইকেটই ঝুলিতে পুরলেন এই স্পিনার।


শততম টেস্ট খেলতে নামা মুশফিক ক্রিজে নেমেছেন। তার কাঁধে বড় দায়িত্ব, সঙ্গী আগের টেস্টে সেঞ্চুরি মিস করা মুমিনুল। ২৯ বলে ১৭ রানে ব্যাট করছেন মুমিনুল। মুশফিক অপরাজিত ১৮ বলে ৩ রান করে।

]]>
সম্পূর্ণ পড়ুন