ক’দিন আগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। বেতন না পাওয়ার অভিযোগ এনে তিনি দল ছাড়ার পর এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দারুণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিল দল।
রক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা তারিককে হারানোর পর, দলের শক্তি বাড়াতে ফর্টিস এফসির দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোরকে দলে এনেছে কিংস। কুয়েতের পথে রওনা দেওয়ার আগে দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেস জানিয়েছেন পরিশ্রমের ফল পাওয়ার আশাবাদ।
আরও পড়ুন: পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
‘আমার ছেলেরা গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে এই টুর্নামেন্টের জন্য। মাঠে যদি ওদের সেরাটা দিতে পারে, তাহলে দারুণ কিছু ঘটবে বলে আমার বিশ্বাস।’
আগামী শনিবার (২৫ অক্টোবর) আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে বসুন্ধরা কিংস। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন: নিরপেক্ষ ভেন্যু হিসেবে আফগানিস্তানের ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ
চলতি লিগে বসুন্ধরা কিংসের শুরুটা ভালো হয়নি। পিডাব্লিউডির বিপক্ষে ড্র দিয়ে লিগ শুরুর পর, গতকাল তারা ফর্টিসের বিপক্ষে জয় পায় ২-১ গোলের।
দেশের ফুটবলে গত কয়েক মৌসুম দাপট দেখালেও এশিয়ানে নিজেদের মেলে ধরতে পারেনি কিংস। এখন পর্যন্ত একবারও চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব পেরুতে পারেনি পাঁচবারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা। অধিনায়ক তপু বর্মন বললেন, প্রতিটি ম্যাচেই তারা নামবেন অভিন্ন লক্ষ্য নিয়ে। ‘প্রতিপক্ষ যত কঠিনই হোক, দল জয়ের জন্যই খেলবে প্রতিটি ম্যাচে।’
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·