এই ম্যাচে ২ ওভারে তাসকিন ১ উইকেট নিলেও খরচ করেন ৩৬ রান, তার আরেক সতীর্থ দিয়েছেন ৩৭। তাতে ২ ওভার হাতে রেখেই আজমান ১১৯ রানের লক্ষ্যে পেরিয়ে যায়। এই ১১৯ রানের মধ্যে ৮ বলে ৪ ছয়ে ৩৩ করেন মঈন আলী। অনেরিন ডোনাল্ড ১২ বলে করেন ৩১।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করা রাইলি রুশো তাসকিনের শিকার হন। আলেক্স হেলস করেন ১৫। ওয়ারিয়র্সের হয়ে ১৫ রানে ২ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।
আরও পড়ুন: অ্যাশেজ টেস্টে ১১৬ বছরের ইতিহাসে প্রথম দিন উইকেট পতনের রেকর্ড
১১৮ নয়, ৭ উইকেট হারানো ওয়ারিয়র্সের সংগ্রহ আরও বড় হতে পারত। সেখানে বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানি পেসার জামান খান। শেষ ওভারে ওডেন স্মিথ, শহীদ ভুট্টা ও উজাইর খানকে শিকার করে হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। স্মিথ ১৭ করলেও বাকি দুজনের রানের খাতা খোলা হয়নি।
রান করেছেন মূলত একজনই। জনসন চার্লজের ২৩ বলে ৬০ রানেই লড়াইয়ের পুঁজি পায় তারা। তাসকিনকে ব্যাটিংয়েই নামতে হয়নি।

২ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·