বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটকের পর শুক্রবার (১০ জানুয়ারি) গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: জনি হাসান (২৪), মো. ইয়াছিন (২২) ও তার বড় ভাই মো. ফরিদুল ইসলাম ওরফে ফরিদ (৩১), মো. সুমন শেখ (২৫)। তাদের কাছ থেকে প্রায় ৬৭ ভরি রুপা এবং দুই ভরি পাঁচ আনার স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি রাতে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া বাজারের একটি সুপার মার্কেটে মো. আজিজুল ইসলামের জুয়েলার্সের দোকানের শাটারের তালা কেটে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ১৩০ ভরি ওজনের রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, রাত সাড়ে চারটার দিকে চুরির ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ব্যাংক ডাকাতির চেষ্টা, নিরাপত্তাকর্মীর চিৎকারে রক্ষা
অপরদিকে ৫ জানুয়ারি রাতে একই বাজারের মো. তোতা মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। তার দোকান থেকে সাত ভরি স্বর্ণালংকার, প্রায় ছয় কেজি রুপা ও নগদ দেড় লাখ টাকা চুরি হয়। পৃথক দুটি ঘটনায় দোকান মালিকেরা ভালুকা থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হুদা খান বলেন, ‘চক্রে জড়িত অন্যদের গ্রেফতার ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।’
]]>