ভারতের সমর্থনে ১৬ বছর আ.লীগ গুম, খুন করে ক্ষমতায় টিকে ছিল: নাহিদ ইসলাম

৪ সপ্তাহ আগে
ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে শেখ হাসিনা সরকার ১৬ বছর ধরে টিকে থেকে গুম, খুন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় ভিন্ন ভিন্ন পথসভায় তারা এসব কথা বলেন।


একদিকে অঝোরে বৃষ্টি, তার মধ্যে স্লোগানে স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড় বাজার এলাকা। এনসিপির পথসভায় বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে নেতারা। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা বুধবার ৯ম দিনে খুলনা বিভাগের দুই জেলা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে।


চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে ক্ষমতায় টিকে থেকে গুম, খুন, মানুষকে হত্যা করেছে। বিএসএফকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন বিএসএফ কোনো সীমান্তবর্তী রক্ষী বাহিনী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন তাদের একমাত্র দায়িত্ব। গত ৫৪ বছর ধরে ভারতের আধিপত্যবাদ দ্বারা এ দেশের মানুষ গোলামের জীবনযাপন করেছে। পানির নায্য হিস্যা পায়নি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে অবনমন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আর কোনো আধিপত্যবাদ আমরা মানব না।’

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ

এদিকে সরসরি হত্যার নির্দেশ দেয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে। 


চুয়াডাঙ্গার আরেক পথসভা থেকে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তাকে দেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তরের আহ্বানও জানান এনসিপির এই শীর্ষ নেতা।


বৃহস্পতিবার খুলনা বিভাগের মাগুরা ও নড়াইলের একাধিক স্থানে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির।

]]>
সম্পূর্ণ পড়ুন