ভারতের সঙ্গে চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর: ফরহাদ মাজহার

২ সপ্তাহ আগে
ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাজহার।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।


ফরহাদ মাজহার বলেন, ভারতকে যে দিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি।


তিনি বলেন, সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেয়া যাবে না।


আরও পড়ুন: র‌্যাব বিলুপ্তির দাবি ফরহাদ মজহারের


চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক প্রধান  জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, শহিদুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

]]>
সম্পূর্ণ পড়ুন