ভারতের রাজস্থানের জয়সালমির জেলায় জুরাসিক যুগের বিরল জীবাশ্মের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এটি এক ধরনের ফাইটোসরের জীবাশ্ম, যা আধা–জলজ সরীসৃপ এবং দেখতে অনেকটা কুমিরের মতো ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গবেষকেরা জানান, জীবাশ্মটির দৈর্ঘ্য দেড় থেকে দুই মিটার এবং এর বয়স ২০ কোটি বছরেরও বেশি হতে পারে। রাজ্যের পানিবিভাগে কর্মরত জ্যেষ্ঠ পানিবিদ ড. নারায়ণদাস ইঙ্কিয়া ও তার দল মেঘা... বিস্তারিত