বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বাসদ আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘৩০ লাখ মানুষের জীবনদান, দুই লাখ মা-বোনের লাঞ্চনা, কোটি মানুষের দেশত্যাগ আর মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রেখে লড়াইয়ের মাধ্যমে পাকিস্তানি হানাদার আর এদেশীয় সাম্প্রদায়িক শক্তি ও তাদের দোসরদের পরাজিত করে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হলেও মানুষের মুক্তি আসেনি। লড়াই শেষ হয়নি। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের আকাঙ্খা নিয়ে ৯০ সালে সামরিক শাসনবিরোধী গণ-অভ্যুত্থান এবং ২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থান মুক্তিযুদ্ধের স্বপ্নকে আবারও তুলে ধরেছে।’
এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে লাল পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।
কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘অর্ন্তবর্তীকালীন সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা কী সংস্কার করবে? কতদিনে সংস্কার করবে তা নির্দিষ্ট করতে হবে।’
আরও পড়ুন: ভারতের সঙ্গে ‘নতজানু’ নীতি পরিহারের দাবি বাসদের
বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। প্রধান বক্তা ছিলেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। এছাড়া বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শফিউর রহমান শফি, কমরেড প্রকৌশলী শম্পা বসু, কমরেড স্বপন বাগচী, ছাত্র নেতা শারমিন সুলতানা প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিসহ বেশকিছু দাবি তুলে ধরেন।
]]>