টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।
এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করে সংবাদমাধ্যমটির কাছে পাঠিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার খবর / ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা
ভিডিওতে জম্মু-কাশ্মীরের আকাশে আলোর ঝলকানি দেখা যায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাকটিভ হয় এবং বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু এয়ারপোর্টের কাছে শক্তিশালী বিস্ফোরণের পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়।