ভারতের বিপক্ষে হামজার খেলা নিয়ে যা বললেন বাফুফে সভাপতি

২ সপ্তাহ আগে
সব জটিলতা কাটিয়ে অবশেষে মিলেছে ফিফার সবুজ সংকেত। লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর খেলতে আর কোনো বাধা নেই। তবে বাংলাদেশের পরবর্তী ম্যাচে তিনি খেলবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এ দেশের ফুটবল সমর্থকদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত হামজাকে এবার দেখা যাবে লাল সবুজ জার্সিতে। তাকে পেতে ২০২২ সাল থেকে চেষ্টা করছিল বাফুফে। কিন্তু পুরোদমে চেষ্টা ‍শুরু হয় এ বছরের শুরুর দিকে। জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। আগস্টে সেটি মিলে যায়। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।

 

তবে অপেক্ষা বাড়ে ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বারের অনুমতির। কারণ তাদের অনুমতি ছাড়া ডিফেন্সিভ এ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলা অসম্ভব ছিল। অবশেষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সে অনুমতিও মিলেছে। ফলে বাংলাদেশের হয়ে তার খেলতে আর কোনো বাধা নেই।

 

আরও পড়ুন: হামজাকে বাংলাদেশে স্বাগত জানালেন উপদেষ্টা আসিফ

 

চলতি বছর বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। পরবর্তী ম্যাচ আগামী মার্চে। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে খেলবে লাল সবুজরা। তবে সে ম্যাচে হামজা খেলবেন কি না, তা নিশ্চিত নয় এখনও। বাফুফে সভাপতি জানালেন, লেস্টার সিটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা।

 

 গণমাধ্যমকে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা এখনো প্ল্যানিং স্টেজে আছি। হামজাকে চাইলেই আমরা আনতে পারছি না। সে যে ক্লাবে খেলছে তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া ফিফারও কিছু গাইডলাইন আছে যা আমাদের ফলো করতে হবে।’

 

আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি: হামজা

 

অবশ্য লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর জন্য তর সইছে না হামজার। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন