নতুন এ মহাভারতের ট্রেলারের শুরুতে দেখা যায়, ভারতীয় মহাকাব্য ‘মহাভারত’-এ বর্ণিত প্রধান নারী চরিত্র ও হস্তিনাপুরের রাজা পাণ্ডুর স্ত্রী কুন্তীকে।
এরপর একে একে দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্র দোপ্রদী, অর্জুন, শ্রীকৃষ্ণসহ অনেককেই। সিরিয়ালে উপস্থাপন করা প্রতিটি চরিত্র এত জীবন্ত হয়ে ধরা দিয়েছে যে বুঝার উপায় নেই এর পুরো কাজ এআই দিয়ে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: ‘১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২ নভেম্বর থেকে প্রতি রোববার বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে সিরিয়ালটি নিয়মিত প্রচার করা হবে ভারতীয় চ্যানেল দুরদর্শনে। সরকারি কর্মচারী সংস্থা প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক যৌথভাবে এটি সম্প্রচার করবে।
আরও পড়ুন: বিয়ে করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা, পাত্র কে?
শুধু টিভির পর্দায় নয়, প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্লাটফর্মেও সম্প্রচারিত করা হবে এই নতুন ‘মহাভারত’। কোনওরকম খরচ ছাড়াই বিনামূল্যে সাবস্ক্রিপশন করে আগামী ২৫ অক্টোবর থেকে দর্শক ওয়েভস ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন ‘মহাভারত’ দেখতে পারবেন।
]]>

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·