ভারতের পার্লামেন্ট চত্বরে বিজেপি ও কংগ্রেস এমপিদের মধ্যে সংঘর্ষ

২ সপ্তাহ আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজেপির দুই এমপি গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সংবিধান প্রণেতা বিআর অম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। সেই বিতর্ককে কেন্দ্র করেই বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংসদে কংগ্রেস ও বিজেপি এমপিরা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

 

ঘটনার জের থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। বিজেপি ও কংগ্রেস দুই দলের পক্ষ থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দুই এমপিকে আঘাত করার অভিযোগ তুলেছে বিজেপি। 

 

আবার কংগ্রেসের পাল্টা অভিযোগ, তাদের বর্ষীয়ান েএমপি মল্লিকার্জুন খাড়্গেকে ধাক্কা দেয়া হয়েছে, তাতে তিনি পড়ে যান। রাহুল গান্ধী দাবি করেছেন, বিজেপি চক্রান্ত করে বৃহস্পতিবার সংসদ উত্তপ্ত রেখেছিল। 

 

তার আরও অভিযোগ, মঙ্গলবার (১৭ ডিসম্বের) অমিত শাহের মন্তব্যের কারণে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার দিক থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই পরিকল্পনা করে সংসদে অশান্তি সৃষ্টি করে কেন্দ্রের শাসকদল।

 

আরও পড়ুন: রয়টার্সের প্রতিবেদন / আদানি গ্রুপের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ ঢাকার

 

বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজ্যসভায়। বিআর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই মন্তব্যের নিন্দা করেন।

 

রাহুল গান্ধী বলেন, অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তা নাহলে তাকে পদত্যাগ করতে হবে। এরপর বুধবার দিনভর আম্বেদকর বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ।

 

বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদে ঢুকছিল কংগ্রেস। কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, পাল্টা প্রতিবাদ করতে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন বিজেপি এমপিরা। 

 

বিরোধীরা এগোলে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়। এই সময়েই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমপি প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। অভিযোগ, রাহুলের ধাক্কায় মুকেশ পড়ে যান ষড়ঙ্গীর গায়ের ওপর। এতে দু’জনই মাথায় চোট পান। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও পড়ুন: ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেয়ার দাবি বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের

 

বিজেপির বিরুদ্ধে পাল্টা ধাক্কাধাক্কির অভিযোগ তুলেছে কংগ্রেস। দলনেতা খাড়্গে বলেছেন, তাকে বিজেপি এমপিরা ধাক্কা মারেন। লোকসভার স্পিকারের কাছে এ নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি।

 

বিকেলে রাহুল এক সংবাদ সম্মেলনে বলেন, আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন, তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাইরে অশান্তি বিজেপির পূর্বপরিকল্পিত বলেও দাবি করেন তিনি।


 

]]>
সম্পূর্ণ পড়ুন