সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন মতে, এই মাইলফলকের মাধ্যমে, দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি হয়ে উঠলেন নরেন্দ্র মোদি।
২০২৫ সালের ২৫ জুলাই পর্যন্ত টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থাকার মধ্য দিয়ে বেশ কিছু স্বীকৃতিও অর্জন করেছেন মোদি।
এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদি হলেন ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী, সবচেয়ে দীর্ঘ সময় ধরে কংগ্রেসের বাইরের প্রধানমন্ত্রী এবং হিন্দিভাষী নয় এমন একটি রাজ্য থেকে আসা সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘ভারতীয়দের মন বিশাল’, মোদির সফরের আগে প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ
শুধু তা-ই নয়, মোদিই প্রথম এবং কংগ্রেসের বাইরের একমাত্র নেতা যিনি দুটি পূর্ণ মেয়াদ শেষ করেছেন এবং দু’বার সংখ্যাগরিষ্ঠতার সাথে পুনঃনির্বাচিত হয়েছেন। যার ফলে তিনিই কংগ্রেসের বাইরের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় নিজের শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
পাশাপাশি, ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসেন।
প্রয়াত জওহরলাল নেহরু বাদে নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন।
এছাড়াও ভারতের সব প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে তিনিই একমাত্র নেতা যিনি টানা ছয়বার কোনো দলের নেতা হিসেবে জয়লাভ করেছেন—গুজরাট (২০০২, ২০০৭, ২০১২) এবং লোকসভা নির্বাচন (২০১৪, ২০১৯, ২০২৪)।
আরও পড়ুন: ঢাকায় বিমান দুর্ঘটনা: গভীর শোক মোদির, সহায়তার বার্তা
রাজ্য বা কেন্দ্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রায় ২৪ বছরের কর্মজীবনে এটি আরেকটি মাইলফলক হবে।
সূত্র: এনডিটিভি