ভারতের কাছে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশ

২ সপ্তাহ আগে
বাংলাদেশের ছেলেরা পারলেও পারলো না মেয়েরা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েদের কাছে ৪১ রানে হেরে শিরোপা হাতছাড়া করলো জুনিয়ার টাইগ্রেসরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৭৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফাহমিদা ছোয়া ও জুরাইয়া ফেরদৌস ছাড়া আর কোনও ব্যাটার স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। ব্যাটিং ব্যর্থতায় ৯ বল বাকি থাকতেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৪১ রানের জয়ে শিরোপা উল্লাস করে ভারত।

 

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৮ রান যোগ হতেই মোসাম্মত ইভার উইকেট হারায় তারা। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই জোশিতার বলে আয়ুশি শুকলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। 

 

দ্বিতীয় উইকেট জুটিতে সুমাইয়া আক্তারকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন ফাহমিদা ছোয়া। তবে দলীয় ২৪ রানের মাথায় সিসোদিয়ার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৮ রান। 

 

আরও পড়ুন: সাকিব-তামিমের প্রশ্নে নির্বাচকদের কোর্টে বল ঠেললেন বিসিবি সভাপতি

 

ওপেনার ফাহমিদা ছোয়াও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ২৪ বলে ১৮ রান করে ফেরেন এই ওপেনার। দলীয় ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে জুরাইয়া ফেরদৌসের সঙ্গে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা চালান অধিনায়ক সুমাইয়া। তবে সেই জুটিও বেশি বড় হয়নি। স্টাম্পড আউট হয়ে ১২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক সুমাইয়া। আর তাতে ভাঙে ১১ রানের ছোট্ট এই জুটি। 

 

এরপর জুরাইয়া ফেরদৌসও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩০ বলে ২২ রান করে আয়ুশি শুকলার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর আর কোনও ব্যাটার ক্রিকে দাঁড়াতেই পারেননি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ৭৬ রানেই শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রেসদের ইনিংস। ফলে ৪১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। 

 

টসে হেরে আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে ভারত। তাদের ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই সানিকা চালকেকে ফেরান তিনি। 

 

আরও পড়ুন: দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ব্যাটার

 

এরপর দলকে বিপদমুক্ত করেন তৃষা ও নিকি প্রসাদ। তাদের জুটি থেকে আসে ৪১ রান। অধিনায়ক নিকির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। অন্য প্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৫২ রান। 

 

এ ছাড়া শেষদিকে মিথিলা ভিনোদ করেন ১৭ রান, আয়ুশি শুক্লার ব্যাট থেকে আসে ১০ রান। আত তাতেই লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৭ রান। বাংলাদেশের হয়ে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ এবং হাবিবা ইসলাম এক উইকেট নিয়েছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন