ভারতের আরও একটি বিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

৪ দিন আগে
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ মে) দিবাগত ভোররাত ৪টা ৪০ মিনিটে পাকিস্তানি সাংবাদিক হামিদ মির এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে আরও দুটি ভারতীয় বিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান।

সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) এখন পর্যন্ত দুটি রাফায়েল বিমানসহ তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

 

এছাড়া পাকিস্তানি বিমানবাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হচ্ছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। 

 

আরও পড়ুন: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮

 

এর কিছুক্ষণ আগে আরেক এক্স পোস্টে জিও টিভির সাংবাদিক হামিদ মির লিখেছিলেন, পাকিস্তান ও ভারতের বিমান বাহিনীর মধ্যে ডগফাইট হয়েছে এবং এতে ভারত পরাজিত হয়েছে। পাকিস্তান বিমান বাহিনী আখনুর এলাকায় একটি ভারতীয় যুদ্ধবিমান, বাতিন্ডার কাছে আরেকটি যুদ্ধবিমান এবং পুলওয়ামার কাছাকাছি লাইন অব কন্ট্রোল অঞ্চলে একটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। 

 

Three Indian Jets & One Indian Drone Shot down by Pakistan. Pakistan has befittingly retaliated against Indian Aggression. PAKISTAN ZINDABAD 🇵🇰
ALLAHU AKBAR !!

— Attaullah Tarar (@TararAttaullah) May 6, 2025

 

ভারতীয় বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালেও, পাকিস্তান শুধুমাত্র সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে।

 

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে সামা টিভির অনলাইনে দাবি করা হয়েছে, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি সীমান্তের ভারতীয় অংশে একটি রাফায়েল এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্টিপোরার দক্ষিণ-পশ্চিমে আরও একটি রাফায়েল ভূপাতিত হয়েছে।

 

পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। 

 

আরও পড়ুন: ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!

 

এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করা হচ্ছে। যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।

 

তবে বিমান ভূপাতিতের দাবি-পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন