ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম এয়ার শো ‘অ্যারো ইন্ডিয়া’।
ভারতের এই এয়ার শো-এর ১৫তম সংস্করণকে ‘বিশেষ’ বলা হচ্ছে, কারণ এতে এক ফ্রেমে দেখা গেছে আমেরিকান এবং রাশিয়ান যুদ্ধবিমান।
আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে কি যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত-পাকিস্তান?
ভারতের এই এয়ার শো-তে অংশ নিয়েছে পঞ্চম-প্রজন্মের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত রাশিয়ার এসইউ-৫৭ এবং যুক্তরাষ্ট্রের এফ-৩৫ লাইটনিং ২।
এনডিটিভি জানিয়েছে, চারদিনের শো-তে প্রতিদিনই এরিয়াল ডিসপ্লেতে অংশ নেবে এসইউ-৫৭ এবং এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে নাচের সময় ‘হার্ট অ্যাটাক’, তরুণীর মৃত্যু
]]>