ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ দল ভারতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলুক। তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: আইপিএলে অবহেলিত মোস্তাফিজকে লুফে নিলো পিএসএল
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ কলকাতায়। এই তিন ম্যাচে টাইগাররা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
রোববার (৪ জানুয়ারি) আইসিসিকে পাঠানো এক চিঠিতে বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: মোস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত: আসিফ আকবর
আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। পরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এরপরই পরিস্থিতি জটিল হয়।
এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি আইসিসি। তবে সোমবার (৫ জানুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের কার্যালয়ে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ শীর্ষ কর্মকর্তারা।
]]>
৩ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·