ভারতে ফল উৎসবে আম ‘লুট’, কাড়াকাড়ির ভিডিও ভাইরাল

২ সপ্তাহ আগে
ভারতে আমের রয়েছে আলাদা কদর। ‘আমের দেশ’ নামেও পরিচিতি আছে ভারতের এবং এই ফলের সাথে দেশটির গভীর সাংস্কৃতিক সংযোগও রয়েছে, যেখানে আমের-থিমযুক্ত নানা উৎসব, বিশেষ মেনু এমনকি আম-সম্পর্কিত কবিতা এবং সাহিত্যও রয়েছে। কিন্তু সেই আম নিয়েই ঘটে গেল ‘বিব্রতকর’ এক ঘটনা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, উত্তর প্রদেশের লখনৌতে সম্প্রতি অনুষ্ঠিত ‘আম উৎসবে’ এক আশ্চর্যজনক ঘটনা ঘটে, যেখানে একদল লোক আম লুট করতে শুরু করে। পরে সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

 

ঘটনাটি ঘটেছে বার্ষিক আম উৎসবের সময়, যা দুশেরা, ল্যাংড়া এবং চৌসার মতো জনপ্রিয় ধরনের আমের বিস্তৃত প্রদর্শনীর জন্য পরিচিত।

 

প্রতিবেদন মতে, উপস্থিত অনেকেই যখন একসাথে প্রচুর পরিমাণে আম খেতে শুরু করেন, তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

 

আরও পড়ুন: ‘ডাইনি চর্চার’ অভিযোগে একই পরিবারের ৫ জনকে হত্যা

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দর্শনার্থীরা কোনো শৃঙ্খলার তোয়াক্কা না করেই তাড়াহুড়ো করে ব্যাগে এবং এমনকি তাদের পোশাকের ভেতরও আম ভরছিল। 

 

 

এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

 

একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে আমগুলো এতটাই ভালো ছিল যে লোভ সামলানো সম্ভব হয়নি।’ 

 

আরও পড়ুন: রাতে ৯ ঘণ্টা করে ঘুমিয়ে ১৩ লাখ টাকা পুরস্কার!

 

আরেক ব্যবহারকারী বলেছেন, ‘আয়োজকদের উচিত ছিল ভিড় হতে না দিয়ে এগুলো সঠিকভাবে নিষ্পত্তি করা!’

 

সূত্র: ইন্ডিয়া টুডে, রিপাবলিক ওয়ার্ল্ড

]]>
সম্পূর্ণ পড়ুন