বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইরফান আহমেদ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: এসপি অফিসে তদবির করতে এসে আ.লীগ নেতা গ্রেফতার
তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সাথে যোগাযোগ করেছি। তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’