ভারতে পাকিস্তানের হামলার খবর, জম্মু-কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট

২২ ঘন্টা আগে
ভারতশাসিত জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাতে হামলার ফলে জম্মু শহরসহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।


এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ‘লোইটারিং মিউনিশন’ নামক বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশেই একাধিক হুমকি প্রতিহত করে।
 

আরও পড়ুন: ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা


বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে বিবিসি বলেছে, কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট চলছে, লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ জন্য শহরজুড়ে এয়ার সাইরেন বাজে।


জম্মু-কাশ্মীরের কিছু এলাকায় মোবাইল ফোনের কিছু পরিষেবা সীমিত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সেখানকার স্থানীয়রা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ সীমান্ত অঞ্চল এখন ব্ল্যাকআউটের কবলে রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন