ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান অংশ নেবে না!

১ সপ্তাহে আগে
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তান ভারতে যাচ্ছে না। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই রাজনৈতিক বৈরি দুই দেশের মধ্যে আইসিসি ইভেন্ট খেলার ব্যাপারে এমন চুক্তি হয়েছিল, ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান যায়নি।

পাকিস্তান স্বাগতিক হলেও ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। একইভাবে পাকিস্তানের জন্য নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হচ্ছে শ্রীলঙ্কায়। এই তথ্য অবশ্য ‍পুরনো। নতুন তথ্য হলো, ভারতের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের পক্ষ থেকে একজনও অংশগ্রহণ করবে না; না অধিনায়ক, না প্রতিনিধি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের।


প্রতিটি আইসিসি ইভেন্টের আগে সব দলের অধিনায়কদের নিয়ে ফটোসেশন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। হয় উদ্বোধনী অনুষ্ঠানও, ভারতে আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না। গুয়াহাটিতে ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী বিশ্বকাপের আসর। সেদিনই দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার প্রথম ম্যাচের আগে হবে মেগা উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে গাইবেন শ্রেয়া ঘোষাল।


আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চুলে বাহারি ছাঁট


ভারতে যাবে না বিধায় পাকিস্তান নিজেদের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপার মিশন। পাকিস্তানের বিপক্ষে খেলতে বাকি দলগুলোকেও শ্রীলঙ্কায় যেতে হবে।


২৬ অক্টোবর লিগপর্ব শেষ হওয়ার তিনদিন পর থেকে হবে নকআউটের খেলা। পাকিস্তান শেষ চারে উঠলে প্রথম সেমিফাইনালটি হবে কলম্বোয়, ফাইনালে উঠলেও তা-ই, যেমনটি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে। ভারত ফাইনালে উঠায় পাকিস্তানের বিপুলসংখ্যক দর্শক স্বশরীরে ফাইনাল উপভোগ থেকে বঞ্চিত হয়েছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন