মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কর্ণাটকের হুবলি-হাভেরি সড়কে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়।
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বাস থামিয়ে চালক একটি আসনে বসে নামাজ আদায় করছেন, এ সময় বাসে যাত্রীরা উপস্থিত ছিলেন এবং কেউ কেউ মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।
এনডিটিভির ওই খবরে জানা যায়, কিছু যাত্রী বিষয়টি নিয়ে অভিযোগ করার পর কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, সতর্ক ইসলামাবাদ
এ বিষয়ে কর্ণাটকের পরিবহনমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি সংশ্লিষ্ট পরিবহন করপোরেশনের ম্যানেজারকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘সরকারি সেবায় নিযুক্ত কর্মীদের অবশ্যই কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে।’
তিনি বলেন, ‘প্রত্যেকেরই ধর্ম পালনের অধিকার আছে, তবে তা অফিস সময়ের বাইরে করতে হবে। যাত্রীবোঝাই বাস মাঝপথে থামিয়ে নামাজ আদায় আপত্তিকর।’
মন্ত্রী আরও বলেন, ‘ভাইরাল ভিডিওর বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে।’
]]>