ব্লক হওয়া অ্যাকাউন্টগুলো হলো তুরস্কের আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল টাইমস ও সিনহুয়া।
পাকিস্তানে বিমান হামলার কাভারেজ নিয়ে চলতি সপ্তাহে চীনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে চীনা গ্লোবাল টাইমসকে তীরস্কার করা হয়। দূতাবাসের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, ‘আমরা আপনাদেকে সুপারিশ করছি যে, আপনারা এই ধরণের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার আগে খবরের উৎসগুলো ও তথ্যউপাত্ত যাচাই করুন।’
এরপর আরও কয়েকটি পোস্টে ভারতীয় দূতাবাস অভিযোগ করে, ‘পাকিস্তানপন্থি বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে।
আরও পড়ুন: পাল্টা পদক্ষেপে ১৬টি ভারতীয় ইউটিউব চ্যানেল ব্লক পাকিস্তানের
এনডিটিভির প্রতিবেদন মতে, চীনে ভারতীয় দূতাবাসের বিবৃতির পরই চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ভারতে গ্লোবাল টাইমসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে: ‘অ্যাকাউন্ট আটকে দেয়া হয়েছে।’
এর আগে ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত।
এসব চ্যানেলের মধ্যে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের পাশাপাশি ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল রয়েছে।
আরও পড়ুন: এবার পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের চ্যানেলও। ভারতে এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ।
]]>