ভারতে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

৩ সপ্তাহ আগে
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিএসএফ।

 

আটক ব্যক্তিরা হলেন: মাদারীপুরের বৈশাখী বর্মন (৩১), নড়াইলের রাবেয়া বেগম (৪৩), মো. রিপন শেখ (২৭), গাজীপুরের লতা (৪২) এবং সাতক্ষীরার কালিগঞ্জের মোছা. তাসলিমা খাতুন (৩৬)।

 

আরও পড়ুন: অবশেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সংস্কার কাজ শুরু

 

পরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ভারতের হাকিমপুর ক্যাম্পের বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

 

এরপর বিজিবি পাঁচ বাংলাদেশিকে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

 

সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘বিজিবির সোপর্দ করা বাংলাদেশি নাগরিকদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন