ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ‘নাটক’কে সংবাদ হিসেবে বৈধতা দেয়া হবে: প্রেস সচিব

১ দিন আগে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফ্যাসিবাদী সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশত্যাগের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

 

ভারতে বাংলাদেশের ৭টি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় মিডিয়ায় সংবাদ নয়, নাটক উপস্থাপন হয়। সারা বিশ্ব বিষয়টি জানে। ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নাটককে সংবাদ হিসেবে বৈধতা দেয়া হবে।

 

আরও পড়ুন: ‘মানবিক করিডর’ নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

 

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এস এম রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

আরও পড়ুন: সংলাপ শেষে স্পষ্ট হবে কতটুকু সংস্কার করতে পারবে সরকার: প্রেস সচিব

 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদূজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

]]>
সম্পূর্ণ পড়ুন