ভারতীয় গণমাধ্যমের ভূমিকা অতিরঞ্জিত: সাখাওয়াত হোসেন

১ দিন আগে
বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) বরিশাল মেরিন একাডেমিতে শিক্ষা সমাপনি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

সাখাওয়াত হোসেন বলেন, ভারতের মতো একটি বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এ দেশের মানুষ কিন্তু ভারতবিরোধী নয়, তাই আমরা আশা করি আমাদের সাথে যতটুকুু ভুল বোঝাবাঝি আছে সেটা দূর হবে। একটা দেশের সাথে দেশের, মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।

 

এসময় দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরইমধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেয়া হয়েছে।

 

তিনি বলেন, দেশের শিল্পখাতকে ধ্বংস করতে একটি চক্র পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে।

 

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোএকটিভ হবে এবং হচ্ছে। আমরা মনে করি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।

 

আরও পড়ুন: বন্দরগুলো দখলমুক্ত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: উপদেষ্টা সাখাওয়াত

 

নির্বাচন নিয়ে এই উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। নতুন নির্বাচন কমিশনকে কাজ করতে দেয়া উচিত।

 

ইসকন নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশা করি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানান ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে আগাতে পারবো না।’

 

যোগাযোগ ব্যবস্থা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, সড়ক হচ্ছে, সেতু হচ্ছে। তাই পরিবর্তনও কিছুটা ঘটবে। আমি যখন ছোট ছিলাম. তখন বরিশালে যাতায়াতের মাধ্যম ছিল স্টিমার, আমরা কখনও চিন্তা করিনি এরকম লঞ্চ হবে এবং জীবদ্দশায় দেখবো। কয়েকদিন পরে হয়তো বড় স্পিডবোটেও ঢাকা থেকে বরিশালে লোক আসবে। যোগাযোগের উন্নতি হতে হবে, থেমে থাকা যাবে না। নৌ যোগাযোগেও অনেক আধুনিকতা আসবে।

 

আরও পড়ুন: পায়রা বন্দর প্রকল্পের টাকা শতভাগ সদ্ব্যবহার হবে: সাখাওয়াত

 

দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে আমরা দুবাই সরকারের সাথে কথা বলেছি। অ্যাম্বাসেডরও জানিয়েছেন তিনিও কাজ করছেন। ফলে অচিরেই এটির সমাধান হবে। মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে, আর আমরা আমাদের মেরিনারদের জন্য যেটা চাচ্ছি সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার কথাতে দুবাইতে যাদের জেলে দেয়া হয়েছিল তাদের ছেড়ে দেয়া হয়েছে। যেটা সাধারণত দুবাই করে না। 

]]>
সম্পূর্ণ পড়ুন