শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাইদ।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই দুই তরুণ সুপারি চুরি করতে সেখানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর ও মোশাইদ মারা যান।
আরও পড়ুন: সিলেটে প্রথম আলো অফিস ভাঙচুর
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।’
এ ব্যাপারে সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়লে বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘এদের মধ্যে একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের মরদেহ কোথায় আছে তা এখনও নিশ্চিত নই।’
]]>
৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·