ভারতীয় টেলিভিশনে বউ শাশুড়ির ঝগড়ার নাটক আমাদের সামাজিক বন্ধন নষ্ট করছে: সোহেল রানা

১ সপ্তাহে আগে
বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা সবসময় ফেসবুকে সরব থাকেন। কথা বলেন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে। এটা নিয়ে তোলপাড় ভারত-বাংলাদেশ মিডিয়া। এই পরিস্থিতিতে ভারতীয় চ্যানেল দেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন অভিনেতা।

গত সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।


পরে অপর একটি পোস্টে ভারতীয় কনটেন্টের সমালোচনা করে সোহেল রানা লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধন কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।

 

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়


আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

 

আরও পড়ুন: চিত্রনায়ক রিয়াজের ‘মৃত্যু’ গুজব, যা জানা গেল


এ ঘটনায় উত্তাল দুই দেশেরই ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা। তারকা অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এ ঘটনায় ভারতকে সরাসরি ধিক্কার জানান। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন