ভারতীয় আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্র করছে: জোনায়েদ সাকি

২ সপ্তাহ আগে
ভারতীয় আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, যাতে গণঅভ্যুত্থানকে ধ্বংস করা যায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে গণসংহতি আন্দোলনের দ্বিতীয় জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘অভ্যুত্থানের সুযোগ নিয়ে কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধিতে পরিস্থিতি ব্যবহার করতে চাইছে। জনগণের গণঅভ্যুত্থানকে কেউ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে পারবে না। আমাদের লক্ষ্য হলো দেশের গণতান্ত্রিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় ঐক্য গড়ে তোলা।’


জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলনকারী শক্তির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, আমরা যদি জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হই, তা দেশের জন্য কার্যকর হবে। নির্বাচনে জনগণই এই মতপার্থক্য মূল্যায়ন করবে।’


আরও পড়ুন: কেউ যেন রাষ্ট্রকে পকেটে ঢুকাতে না পারে: জোনায়েদ সাকি


গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানে হাজারো তরুণ প্রাণ দিয়েছেন জানিয়ে সাকি বলেন, ‘হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষ, শিশু, নারী ও বৃদ্ধরা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদী শক্তি মানুষের গুম, খুন এবং ক্ষমতার অপব্যবহার করেছে। দেশের প্রায় ৪০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।’


সাকি আরও বলেন, ‘এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রশক্তি দেশের আইন ও ধর্মীয় প্রতিষ্ঠানকে উপেক্ষা করে নিজেদের রাজত্ব কায়েম করতে চাইছে। জনগণ কখনো এ ধরনের অন্যায় মানবে না। গণতান্ত্রিক বিচার ও নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’


তিনি বলেন, ‘আগামী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করবে। সংবিধানের মৌলিক সংস্কার নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।’


আরও পড়ুন: কেন কেউ চাইলেই ক্ষমতা কুক্ষিগত করতে পারে, প্রশ্ন জোনায়েদের


সম্মেলনে উপস্থিত ছিলেন: মণ্ডলী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সম্পাদক বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক-মজুর সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক আবদুল আলিম বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্পাদক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী।


এ ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। অনুষ্ঠানের উদ্বোধনী সমাবেশ এবং র‌্যালি কুমার হল প্রাঙ্গণ থেকে শুরু হয়, এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন