ভারতকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

৩ সপ্তাহ আগে
জয় দিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আজ টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল তারা।

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে মালদ্বীপের কুলহুধুফুশিতে। আজ ভারতের মুখোমুখি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই সেট শেষে ড্র হওয়ার পর টাইব্রেকারে তারা ৭-৩ ব্যবধানে জয় তুলে নেয়।


আরও পড়ুন: নেপালকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের


প্রথম ম্যাচে অসাধারণ নৈপুণ্য ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. খোকন মোল্লার। ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচেও দারুণ খেলেছেন এই খেলোয়াড়। এবারও ম্যাচসেরা তিনি। বিজিবি ফেসবুকে এই তথ্য জানিয়েছে।


আরও পড়ুন: সিঁড়ি বেয়ে উঠতেই এখন হাঁপিয়ে যান বোল্ট!


প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল থেকে, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ৬ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথমদিনই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ৫৩-২৭ ব্যবধানের জয় তুলে নেয়।

]]>
সম্পূর্ণ পড়ুন