ভারতকে ভয় ধরিয়ে হারল ওমান

৩ সপ্তাহ আগে
পুরো এশিয়া কাপে ওমান সবচেয়ে ভালো লড়াইটা করেছে ভারতের বিপক্ষে। এমনকি বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় ধরিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। তবে হার্দিক পান্ডিয়ার দারুণ এক ক্যাচে তাদের সে স্বপ্ন ভেস্তে যায়।

এশিয়া কাপে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে ২১ রানে হেরেছে ওমান। ১৮৯ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে তারা।

 

এদিন রান তাড়ায় নেমে শুরুটা কিছুটা মন্থর ছিল ওমানের। ৩৩ বলে ৫ চারের মারে ৩২ রানের ইনিংস খেলে দলীয় ৫৬ রানে আউট হন অধিনায়ক জতিনদার সিং। ততক্ষণে প্রায় ৯ ওভারের খেলা শেষ। শুরুতে হয়তো জয়ের আত্মবিশ্বাস ছিল না ওমানের। দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত করা দলটি কেবল একটি ভালো লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে দ্বিতীয় উইকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুঃসাহস দেখালেন আমির কলিম ও হাম্মাদ মীর্জা। দুজনেই ফিফটির দেখা পেয়েছিলেন। তাদের জুটি এগিয়ে যাচ্ছিল প্রায় শতরানের দিকে।

 

আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরের সূচি

 

চার আর ছক্কায় ভয় ধরিয়ে দিয়েছিলেন ভারতীয় শিবিরে। শেষ ১৮ বলে দরকার ছিল ৪৮ রান। কলিম আর মীর্জা যেভাবে ব্যাট করছিলেন, তাতে সেটা অসম্ভব মনে হয়নি। কিন্তু তখনই হার্শিত রানার বলে সীমানার কাছে দুর্দান্ত ক্যাচে কলিমকে ফেরালেন হার্দিক। ৪৬ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রান করে আউট হন কলিম। ভাঙে ৯৩ রানের জুটি। এরপর মীর্জাও টিকেননি।  ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানে আউট হন। তাতে ওমানের লড়াইও শেষ হয়ে যায়। ভারতের হয়ে এদিন ১টি করে উইকেট নিয়েছেন পান্ডিয়া, আর্শদীপ সিং, হারশিত ও কুলদীপ যাদব।

 

এর আগে সাঞ্জু স্যামসনের ফিফটি আর অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল ও তিলক বার্মার বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি পেয়েছিল ভারত। ৪৫ বলে ৩ ছক্কা ও ৩ চারের মারে ৫৬ রান করেন স্যামসন। অভিষেক ১৫ বলে ৩৮, অক্ষর ১৩ বলে ২৬ আর তিলক ১৮ বলে ২৯ রান করেন।

 

আরও পড়ুন: এবার পিসিবির বিরুদ্ধে আইসিসির অভিযোগ

 

ওমানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন শাহ ফয়সাল, জিতেন রমানন্দি ও কলিম।

]]>
সম্পূর্ণ পড়ুন