ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

৩ সপ্তাহ আগে
অনুশীলন হোক বা না হোক, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন করা প্রথার মতো ব্যাপার। টুর্নামেন্ট কর্তৃপক্ষই দলগুলোকে সেই সূচি দিয়ে দেয়। ভারতের বিপক্ষে ‍সুপার ফোরের ম্যাচকে সামনে রেখে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করার কথা পাকিস্তানের। একই সময় দলের একজনের ঢোকার কথা সংবাদ সম্মেলন কক্ষে।

প্লেয়ারদের মতো কোচিং স্টাফের কোনো সদস্যও সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা সারতে পারেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ শট টেইট যেমনটি করেছেন। ভারত ম্যাচকে সামনে রেখে পাকিস্তান অনুশীলন করবে, কিন্তু তারা সংবাদ সম্মেলন করছে না। খেলোয়াড় বা স্টাফ সদস্য, পাকিস্তানের কেউই সংবাদ সম্মেলনে যাচ্ছেন না। খবর ক্রিইনফোর।


ভারত-পাকিস্তানের এই ম্যাচেও হ্যান্ডশেক বিতর্কে আলোচিত রেফারি অ্যান্ডি পাইক্রফট দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিল এসবেরই ধারাবাহিকতা কি না, তা নিশ্চিত নয়। হ্যান্ডশেক বির্তক তৈরি হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচে। পিসিবির অভিযোগ জিম্বাবুইয়ান রেফারি অ্যান্ডি পাইক্রফট ওই ম্যাচের টসের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক করতে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে মানা করেছিলেন।


আরও পড়ুন: ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচেও সেই পাইক্রফটই রেফারি


পাইক্রফটের ওই কাজকে নীতিবিরুদ্ধ দাবি করে এশিয়া কাপ থেকে তার অপসারণ দাবি করে পাকিস্তান। অন্যথায় টুর্নামেন্ট বয়কট করার হুঁশিয়ারি দেয় তারা। যে কারণে শঙ্কায় পড়ে ১৭ সেপ্টেম্বরের পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটি। দুবাই স্টেডিয়ামে পৌঁছাবে দূরের কথা, পাকিস্তান টিম টসের সময় পর্যন্ত হোটেলই ছাড়েনি। পাইক্রফটের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত ম্যাচটা অনুষ্ঠিত হয় এক ঘণ্টা পরে।


পাইক্রফটের সঙ্গে আলোচনার ওই ভিডিও পিসিবি রেকর্ড করেছিল, পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। যদিও ওই ভিডিওতে শব্দ শোনা যায়নি। ভিডিও রেকর্ড ও পরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার এই কাজটাকে আইসিসি গতকাল পিএমওএ নিয়মের লঙ্ঘন বলে সাব্যস্ত করেছে। পিএমওএ নিয়ম অনুযায়ী, প্লেয়ার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত স্থানে কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না, এমনকি মিডিয়া ম্যানেজাররাও না।

]]>
সম্পূর্ণ পড়ুন