এশিয়ান কাপ বাছাইপর্বে চার ম্যাচেই খেলেছেন মিতুল মারমা, তাও আবার পুরো সময়। এই চার ম্যাচে তিনি গোল হজম করেছেন মোট ৭টি। সর্বশেষ নেপালের বিপক্ষে বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছেন মিতুল। শেষ মুহূর্তের গোল হমজ করে জেতা ম্যাচটাও ড্র করে বাংলাদেশ।
সম্প্রতি মিতুল মারমার গোলকিপিং নিয়ে প্রশ্ন উঠছে অনেক, সমালোচনাও হচ্ছে বেশ। নেপালের বিপক্ষে যেভাবে তিনি গোল হজম করেছেন, তা দেখে অনেকেই ভেবেছেন যে ভারতের বিপক্ষে তাকে হয়তো গোলপোস্টের নিচে দেখা যাবে না। কিন্তু এ ব্যাপারে স্পষ্ট করেছেন দলের কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে মিতুলের প্রসঙ্গ আসতেই কাবরেরা বললেন, ‘না, মিতুলই খেলবে।’
ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার বিপক্ষে গোল হয়েছিল দুটি। ম্যাচের চার দিন আগে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ পান মিতুল। সেই শোক নিয়েই মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন, ‘ভাই হারানোর শোক নিয়েও আমি দেশকে সেরাটা দেওয়ার দিকে মনোনিবেশ করি। চেষ্টা করেছি ম্যাচে অবদান রাখার, কিন্তু পারিনি। এ জন্য দুঃখিত ও ক্ষমা চাচ্ছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন।’
আরও পড়ুন: শুধু হামজাকে নিয়ে ভাবতে নারাজ ভারতের কোচ
ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষেও শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারায় বাংলাদেশ। এরপর নেপাল ম্যাচেও শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ হয়েছে। কিন্তু ভারত ম্যাচে সেটির পুনরাবৃত্তি চান না কাবরেরা। তার কথা, ‘আগামীকাল (মঙ্গলবার-১৮ নভেম্বর) এমন কিছু হলে চলবে না। এ নিয়ে আমরা বিশেষভাবে কাজ করেছি।’ রক্ষণভাগের ওপর আস্থা রেখে বাংলাদেশের এই কোচ বলেন, ‘সঠিকভাবে বক্স ডিফেন্ড করতে পারলে সমস্যা হবে না।’
নেপালের লো ব্লক ভাঙতে গিয়ে যে সমস্যা হয়েছিল, ভারতকে নিয়ে সেই দুশ্চিন্তা নেই বলে জানালেন কোচ। তিনি বলেন, ‘ভারত নেপালের মতো এত নিচে নেমে রক্ষণ করবে না। তারা আক্রমণাত্মক হবে, জেতার জন্য খেলবে। নেপালের বিপক্ষে আমাদের ভুলগুলো বিশ্লেষণ করা হয়েছে। দলকে মানসিক ও ট্যাকটিক্যালি প্রস্তুত করাই এখন মূল লক্ষ্য।’
ভারতের অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ডার রায়ান উইলিয়ামসকে নিয়ে প্রশ্ন উঠতেই কাবরেরা বলেন, ‘কে খেলবে আর কে খেলবে না, সেটি নিয়ে ভাবছে না বাংলাদেশ। সব পরিস্থিতির জন্যই দল প্রস্তুত। উইলিয়ামস না খেললেও ভারতীয় দলে আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাদের মুখোমুখি হতে আলাদা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল।’
আরও পড়ুন: আফ্রিকার বর্ষসেরার তালিকায় সালাহ-হাকিমি-ওসিমেন
এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে দুই দলেরই। যে কারণে ভারত-বাংলাদেশের ম্যাচটি কার্যত গ্রুপের তৃতীয় স্থান নির্ধারণী। ভারত না বাংলাদেশ, কার ওপর চাপ বেশি- এ প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘দুই দলই জয়ের জন্য খেলবে। চাপ দুই দলের ওপরই আছে।’
বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচে চার গোল করা হামজা চৌধুরীকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। তিনি ওপরে উঠলে পেছনে ফাঁকা পড়ে কি না, এ প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘হামজার সব পজিশনে খেলতে পারা আমাদের শক্তি। সে কখন ওপরে যাবে, কখন নিচে থাকবে, এটি আমাদের পরিকল্পনার অংশ।’
কাল বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে তারা। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ নিয়ে সমর্থকদের আশাও অনেক বেশি। কাবরেরা চান ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট। তার কথা, ‘আমরা প্রস্তুত। আমরা জিততে পারি। এই বিশ্বাস দলটার মধ্যে আছে।’
]]>
১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·