ভারত ম্যাচে বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রাম চান শোয়েব

১ সপ্তাহে আগে
এশিয়া কাপের সুপার ফোর পর্বে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর পাকিস্তান ম্যাচের আগে কোনো বিশ্রাম পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা, কেননা ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল। এ কারণে ভারতের বিপক্ষে মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রাম চান শোয়েব আখতার।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে এমনিতেই খেলাটা একটু কঠিন। কারণ সে দেশের আবহাওয়া এমনিতেই অনেক গরম। এমন আবহাওয়ার মধ্যে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে টানা দুইদিন ম্যাচ খেলাটা একেবারে সহজ ব্যাপার নয়। 

 

ভারত এশিয়া কাপের অন্যতম পরাশক্তি দল। মাঠের পারফরম্যান্স, অতীত রেকর্ড কিংবা শক্তিমত্তা, কোনোকিছুতেই ভারতের ধারেকাছেও নেই বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে টাইগারদের জয়ের সম্ভাবনাটাও অনেকটা কম। 

 

আরও পড়ুন: টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সাময়িক বিরতি চান আইয়ার

 

পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবেন লিটন-তানজিদরা। আর তাদের বিপক্ষে যেন টাইগার ক্রিকেটাররা সতেজ থাকেন, সে কারণে ভারত ম্যাচে মূল ক্রিকেটারদের বিশ্রাম চান পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। 

 

‘অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত, বিশেষ করে মোস্তাফিজকে। ওর দিকে আমার নজর আছে। আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে। পাকিস্তানের সাথে তো অবশ্যই কিছুটা হলেও সুযোগ আছে (ম্যাচ জেতার)।’ 

 

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। যে কারণে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব মালিক মনে করেন, ভালো উইকেট পেলে ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি

 

অন্যদিকে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন। আপনি তুলনা করলে বুঝবেন ভারত কতটা এগিয়ে। বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হচ্ছে শেষ ম্যাচটি ওরা যেভাবে খেলেছে। ওদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা। দেখতে চাই, ভারতের বিপক্ষে ওরা কীভাবে খেলে।’ 

 

শোয়েব মালিক বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে। তাদের ভালো উইকেট দরকার। উইকেট যদি ভালো হয়, বাংলাদেশ অবশ্যই লড়াই করতে পারবে। কিন্তু যদি উইকেট স্পিনবান্ধব হয়, পেসারদের বল থেমে থেমে আসে, তাহলে আমার মনে হয় না ওরা লড়াই করতে পারবে। তবে পিচ ভালো হলে আমার মনে হয় ওরা লড়াই করতে পারবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন