ভারত ম্যাচে নিরাপত্তাতেই যেন সব মনোযোগ বাফুফের

১ সপ্তাহে আগে
ভারত ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয় স্টেডিয়াম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্পেশাল সিকিউরিটি ফোর্স, র‍্যাব, সেনাবাহিনী থাকবে, মাঠ ও স্টেডিয়াম এলাকায়। দর্শকদের জন্য রাখা হয়েছে ফুয়াদ এন্ড ফ্রেন্ডসের বিশেষ কনসার্ট। জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। দর্শকদের মাঠে প্রবেশের জন্য দুপুর তিনটায় খুলে দেয়া হবে গেইট। যা বন্ধ হবে ম্যাচ শুরুর এক ঘন্টা আগে। এছাড়াও, প্রতিবারের মতো বিনামূল্যে পানির ব্যবস্থা থাকছে গ্যালারিতে।

এশিয়ান কাপ বাছাইপর্বে বছরের শেষ ম্যাচটা লাল সবুজের জন্যে যতখানি উপভোগের তার চেয়েও বেশি মর্যাদার। সেই ম্যাচ ঘিরে হাজারো পরিকল্পনা ফেডারেশনের। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তায়। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ফোর্স থাকবে মাঠ ও মাঠের বাইরে। স্পেশাল সিকিউরিটি ফোর্স, সোয়াটসহ এবার সিভিল ড্রেসে গ্যালারিতে থাকবেন সেনাবাহিনীর সদস্যরা।


বাফুফে কম্পিটিশন্স কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, 'সোয়াট পুরো দলের সঙ্গে মুভ করছে। তারা পুরো গেইটগুলো নিয়ন্ত্রণ করবে। সেনাবাহিনীরা প্রতিটি পয়েন্টে পয়েন্টে থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নেই। আমাদের পক্ষ থেকে ভারত দলকে নিরাপত্তা দেয়া হয়েছে। তাদেরও কোনো অভিযোগ নেই।'


ভারতের বিপক্ষে এই ম্যাচেও দর্শকদের জন্য আছে চমকপ্রদ সব আয়োজন। দেশের জনপ্রিয় ব্যান্ড ফুয়াদ এন্ড ফ্রেন্ডসের কনসার্টের আয়োজন থাকছে খেলা দেখতে আসা দর্শকদের জন্য। এছাড়াও, গ্যালারিতে প্রতিবারের মতো থাকছে বিনামূল্যে পানির ব্যবস্থা।


আরও পড়ুন: জামালের চোখে এটাই শক্তিশালী স্কোয়াড, সুযোগ দেখছেন ভারতকে হারানোর 


তাজওয়ার আউয়াল বলেন, 'ফুয়াদ এন্ড ফ্রেন্ডস একটা কনসার্ট করবে। দর্শকরা যদি একটু আগে আসে তাহলে তারা কনসার্টটি উপভোগ করতে পারবে। দর্শকরা যা আগে পেয়েছিল এবারও সেই সুবিধা পাবে।'


এদিকে, ম্যাচ শুরুর পাঁচ ঘন্টা আগে অর্থাৎ দুপুর তিনটায় স্টেডিয়ামের গেইট খোলা হলেও সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করে দেয়া হবে সব। এই সময়ের মধ্যেই দর্শকদের মাঠে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। বড় কোনো ব্যাগ কিংবা কোনো ধরনের দাহ্য পদার্থ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন কম্পিটিশন্স কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।


আউয়াল বলেন, 'দেশে একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে। আমরা ৭টার সময় গেইট বন্ধ করে দিবো, ফলে আমরা দর্শকদের অনুরোধ করছি তারা যেন সময়মত চলে আসে। কারণ সাতটার পর আমরা কাউকে প্রবেশ করতে দিবো না। আপনারা ব্যাগ, ল্যাপটপ কিংবা পাওয়ার ব্যাংক কিছুই আনবেন না, খেলা দেখবেন খেলার ছবি তুলবেন।'


মাঠে লেজার শো সহ বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য।

]]>
সম্পূর্ণ পড়ুন