টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি ছিল না। দুইবারই কাণায় কাণায় ভর্তি ছিল স্টেডিয়াম। তবে এবারের আসরে টিকিট নিয়ে তেমন আগ্রহ নেই দর্শকদের মধ্যে। আয়োজকদের ধারণা, ভারত ফাইনালে না ওঠায় এমন পরিস্থিতি হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন মতে, ফাইনালে ভারতের অনুপস্থিতির কারণে ৪ মিলিয়ন পাউন্ড কম উপার্জন হবে লর্ডসের রক্ষণাবেক্ষণে নিয়োজিত মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। প্রতিবেদনে আরও জানানো হয়, দর্শকদের আগ্রহ ফেরাতে টিকিটের দাম কমানোর কথাও নাকি ভাবছে এমসিসি।
টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের সমর্থকদের বিপুল চাহিদা থাকায়, প্রথমে টিকিটের দাম বাড়িয়ে ধরার পরিকল্পনা করেছিল এমসিসি। তবে রোহিতরা ফাইনালে না ওঠায় এখন সেটা কমাতে হচ্ছে। যা বিশ্বক্রিকেটে ভারতের অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট করে তুলেছে।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলার বিষয়ে যা বললেন রোহিত
টিকিটের দাম কমিয়ে হলেও ফাইনালে গ্যালারি ভর্তি রাখার কথা ভাবছে এমসিসি। সেক্ষেত্রে টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০ পাউন্ড থেকে ৯০ পাউন্ডের মধ্যে, যা আগের দামের তুলনায় প্রায় ৫০ পাউন্ড কম। তবে এমসিসির যেসব সদস্য উচ্চমূল্যে টিকিট কিনেছিলেন, তাদের জন্য অন্য এক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে ১০-১৪ জুলাই লর্ডসে মাঠে নামবে দুই দল। যাদের কাছ থেকে টিকিটের দাম বেশি ধরা হয়েছে তাদের জন্য ওই ম্যাচ ফ্রি করে দেয়া হবে বলে জানা গেছে।