শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে দলীয় অফিস ভাঙচুর ও আহত করার অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘দুপুরে শাহজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’
আরও পড়ুন: ভারতে পালানোর সময় স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পরবর্তীতে বিষয়টি সেই থানায় অবহিত করলে তার বিষয়ে রিকুইজিশন থাকার তথ্য জানিয়ে তাকে আটক রাখার কথা জানান। সেইসঙ্গে তারা তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাকিমপুর থানায় আসার কথা আমাকে জানান। সেই মোতাবেক আটক করে আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানা পুলিশ তাকে নিয়ে যাবে বলে জানান ওই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা।