বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এক সংবাদ সম্মেলনে, ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের নীতি অব্যাহত রাখবে যে, এটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রত্যক্ষ সমস্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘামানোর মতো অনেক ইস্যু আছে। তবে যদি তাকে সাহায্য করতে বলা হয়, তবে তিনি সাহায্য করতে প্রস্তুত থাকবেন।
আরও পড়ুন:জেলেনস্কির সাথে বৈঠকের পর উল্টো কথা বলছেন ট্রাম্প!
‘আমরা এটি সমাধানের ভার ভারত ও পাকিস্তানের উপরই ছেড়ে দেব।’ কর্মকর্তা আরও বলেন।
তিনি জোর দিয়ে বলেন, ভারত ও পাকিস্তানের সাথে আচরণের সময় যুক্তরাষ্ট্র ‘আমেরিকা ফার্স্ট’ নীতির উপর জোর দেবে।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার সময়ও ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলেন, ‘এটা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সংকটে নিজেদের জড়িয়েছে। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে পুরোপুরি সহায়তা করেছিল।’
অন্যদিকে, ভারত বলে আসছে, সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়ে পাকিস্তানের সাথে আলোচনায় তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না, কারণ নয়াদিল্লি বিশ্বাস করে যে এই আলোচনা দ্বিপাক্ষিক হওয়া উচিত।
২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ভারত ৭ মে অপারেশন সিন্দুর শুরু করে পাকিস্তানে। তারা দাবি করে পাকিস্তান পহেলগাম হামলার সাথে জড়িত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে তদন্তের আহ্বান জানায়।
ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালালে সংঘাত তীব্র হয়। কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র শীর্ষ নেতাদের সাথে আলোচনা করে এই যুদ্ধবিরতি করতে সহায়তা করেছে।
১০ মে থেকে, ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মীমাংসা করতে সাহায্য করেছেন। দুই প্রতিবেশী দেশকে বলেছেন, যদি তারা সংঘর্ষ বন্ধ করে তবে আমেরিকা তাদের সাথে বাণিজ্য করবে।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে উপেক্ষা, জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বিশ্বনেতাদের সমাবেশ
ভারত এই দাবি অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতি মার্কিন মধ্যস্থতায় নয়, বরং ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়েছে।