ভারত-পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান ইইউর

১ দিন আগে
বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো ও আরও হামলা করা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভারত ও পাকিস্তানের একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার মধ্যে বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে এ আহ্বান জানান ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইইউ সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার নিন্দা জানাচ্ছে।

 

বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসবাদকে কখনেও ন্যায্যতা দেয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ ‘প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

‘এ অঞ্চলের ক্রমবর্মাধন উত্তেজনা এবং এর ফলে আরও সম্ভাব্য প্রাণহানিসহ পরিণতিগুলো’ অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে জানিয়েছে ইইউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইইউ।

 

আরও পড়ুন: ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

 

উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের বিমান হামলার পর ভারত ও পাকিস্তানের নেতারা তাদের পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

 

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা গত রাত থেকে বৃহস্পতিবার (৮ মে) পর্যন্ত ভারত থেকে ছোড়া ইসরাইলের তৈরি ২৫টি ড্রোন ধ্বংস করেছে। এর আগে ইসলামাবাদ বেশ কয়েকবার দাবি করে, মঙ্গলবার রাতে ভারতের হামলার সময় তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং কমপক্ষে একটি ড্রোন ভূপাতিত করেছে।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের কাছে যে প্রত্যাশা ট্রাম্পের

 

পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। তবে ভারত বলছে, হামলায় পাকিস্তানে শতাধিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার (এলওসি) পাশে পাকিস্তানের গোলাগুলিতে এক সেনা সদস্যসহ ১৫ জন নিহত হয়েছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন