শুক্রবার (৯ মে) রাতে ইফার জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি অসাধু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে, যার মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে খতিব-ইমাম, আলেম-ওলামা, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এবং জেলা কার্যালয়ের উপপরিচালকদের সংশ্লিষ্ট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত
এ ধরনের গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণ করতেও অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে।
]]>