ভারত-পাকিস্তান ম্যাচের রেফারিকে অপসারণের দাবি পিসিবির

৩ সপ্তাহ আগে
ভারত-পাকিস্তান ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হ্যান্ডশেক ইস্যু। কে হারলো, কে জিতলো; সে নিয়ে যেন কারো কোনো মাথাব্যথাই নেই। যত মাথা ব্যাথার কারণ, ঘুরেফিরে ওই একই ইস্যু। টসের সময় ভারত-পাকিস্তানের অধিনায়ককে হাত না মেলাতে অনুরোধ করেছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

ভারত-পাকিস্তানের অতীতের যেকোনো ম্যাচের চেয়ে এবারের ম্যাচের আবহটা ছিল অনেকটা ভিন্ন। নানা তর্ক-বিতর্ক সঙ্গী করে রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। 

 

টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক সালমান আগা ও সূর্যকুমার যাদব। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিজেই নাকি দুই দলের অধিনায়ককে হাত না মেলাতে অনুরোধ করেছিলেন। আর এ খবর শোনার পর বেজায় চটেছেন পিসিবি ও এসিসিরি চেয়ারম্যান মহসীন নাকভী। আইসিসির কাছে পিসিবি আবেদন জানিয়েছে, ওই কর্মকর্তাকে (ম্যাচ রেফারি) অনতিবিলম্বে অপসারণ করতে হবে। 

 

আরও পড়ুন: হ্যান্ডশেক ইস্যুতে নিরবতা ভাঙলো পিসিবি, জানিয়েছে প্রতিবাদ

 

ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। ভারতের ড্রেসিংরুমের সামনে গেলে তারা মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছে পিসিবি, এরপরই এই কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড। এ ঘটনায় ক্ষোভের মুখোমুখি হচ্ছেন অ্যান্ডি পাইক্রফট। 

 

পিসিবি এবং এসিসি প্রধান মহসীন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আইসিসির কাছে ম্যাচ রেফারির দ্বারা আইসিসির আচরণবিধি এবং এমসিসির আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে পিসিবি। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পাকিস্তান বোর্ড।’ 

 

সৌজন্যতার অংশ হলেও, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারত-পাকিস্তানের অধিনায়ককে অনুরোধ করেছিলেন হাত না মেলাতে। এ খবর জানার পর বেজায় চটেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এক টুইটে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি হিসেবে তার অপসারণ চেয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পাইক্রফটকে অপসারণের দাবি পূরণ না হলে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পিসিবি। 

 

আরও পড়ুন: এক টেস্টের নৈপুণ্যেই আগস্টের সেরা ক্রিকেটার হলেন সিরাজ

 

পিসিবির অভিযোগ, পাইক্রফট একটি দলের পক্ষে ছিলেন। কারণ ম্যাচ রেফারি হিসেবে তিনি অধিনায়কদের করমর্দন না করার নির্দেশ দিতে পারেন না। 

 

এদিকে রোববারের ম্যাচ শেষে প্রতিপক্ষের দলের সঙ্গে সৌজন্যতা বিনিময় না করায় ভারত দলের কি শাস্তি হতে পারে? অনেকের মনেই ঘুরছে এমন প্রশ্ন। তবে আইসিসির আচরণবিধি বলছে, ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক নয়। হাত মেলানোকে নিছক সৌজন্যতা হিসেবেই ধরা হয়। তবে ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির।

]]>
সম্পূর্ণ পড়ুন