ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামান কি আসলেই আউট ছিলেন?

২ সপ্তাহ আগে
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা এক উত্তেজনা। তবে রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি কিংবা এসিসিরি ইভেন্ট ছাড়া দুই দলের দেখা হয় না বহুদিন ধরে। বহুজাতিক টুর্নামেন্টগুলোতে যখন দেখা হয়, তখন খেলার চেয়ে রাজনৈতিক কারণেই বেশি উত্তাপ ছড়ায়।

এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। এবারের নাটকের শুরুটা ঠিক সেখান থেকেই। আজও (২১ সেপ্টেম্বর) টসের সময় সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সুপার ফোরের ম্যাচেও টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। 

 

আরও পড়ুন: নির্বাচনে সরকারি হস্তক্ষেপ দেখলে বিসিবি ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের

 

এতকিছুর মাঝে নতুন এক বিতর্কের জন্ম দিলেন থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করছে পাকিস্তান। তবে স্কোরবোর্ডে ২১ রান জমা হতেই সাজঘরে ফিরে যান ওপেনার ফখর জামান। কিন্তু ফখর জামান কি আসলেই আউট ছিলেন?  

 

ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারের তৃতীয় বলটা কিছুটা নীচু হয়ে আসলে ফখরের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা সাঞ্জু স্যামসনের হাতে। ফিল্ড আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় পাকিস্তান। ভিডিও রিপ্লেতে দেখে মনে হয়েছে, বলটা স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে কিছুটা স্পর্শ করেছিল। তবে টিভি আম্পায়ার সেটি জুম করে না দেখেই আউট দিয়ে দেন। 

 

আরও পড়ুন: পাকিস্তানকে সহযোগী দলগুলোর সঙ্গে খেলতে দিন

 

আজকের ভারত-পাকিস্তান ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্বে আছেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। তিনি রিপ্লে দেখার সময়ও খুব বেশি সময় নেননি। এমনকি ক্যাচটা জুম করে দেখারও প্রয়োজন মনে করেননি তিনি। কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও এই ক্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন