ভারত-পাকিস্তান ফাইনাল সামনে রেখে দুবাই পুলিশের বিশেষ নির্দেশিকা

৩ দিন আগে
রাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ফাইনাল। ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ফাইনালকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দুবাই পুলিশ। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে উর্দু ভাষায় একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

দর্শকদের পরামর্শ দেওয়া হয়েছে ম্যাচ শুরু হওয়ার অন্তত তিন ঘণ্টা আগে  ফাইনালের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছাতে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, প্রতিটি টিকিটে কেবল একবার মাঠে প্রবেশের অনুমতি থাকবে, অর্থাৎ দর্শক একবার স্টেডিয়াম থেকে বের হলে আর প্রবেশ করতে পারবেন না।


স্টেডিয়ামে দাহ্য পদার্থ, অস্ত্র, লেজার পয়েন্টার, আতশবাজি, ট্রাইপড, সেলফি স্টিক এবং কাঁচের জিনিসপত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দুবাই পুলিশ।


এছাড়া রাজনৈতিক ব্যানার এবং অনুমোদনবিহীন প্ল্যাকার্ডও নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশিকায় দর্শকদের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে ফাইনাল উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

 

আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান


এরই মধ্যে এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ম্যাচের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।


আয়োজকরা জিও নিউজকে নিশ্চিত করেছে যে ২৮,০০০ আসনবিশিষ্ট স্টেডিয়াম ফাইনালে হাউসফুল থাকবে। টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আগের মুখোমুখি লড়াইগুলোতেও বিপুল দর্শক সমাগম হয়েছিল।  ১৪ সেপ্টেম্বরের গ্রুপপর্বের ম্যাচে ২০,০০০ এবং ২১ সেপ্টেম্বরের সুপার ফোর ম্যাচে ১৭,০০০ দর্শক উপস্থিত ছিলেন।


এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ায় ফাইনালে টিকিটের চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দর্শকদের মাঝে এই ফাইনাল নিয়ে উত্তেজনা তুঙ্গে।


গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে টানটান লড়াইয়ে ১১ রানে জয় তুলে নিয়ে পাকিস্তান ফাইনালে জায়গা নিশ্চিত করে। ফাইনালের প্রতিপক্ষ ভারত আসরে এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানকে দুই দফা হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন