গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। যার কারণে দুই দেশই গুরুত্বপূর্ণ কিছু চুক্তি এরই মধ্যে স্থগিত করেছে। নিজ নিজ দেশে ভ্রমণকারী একে অপরের নাগরিকদের সব ধরনের ভিসাও বাতিল করেছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমে আলাপকালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি উল্টো ভারতের সরকারের উপর সকল দোষ চাপিয়েছেন।
শহীদ আফ্রিদি বলেন, ‘ভারত নিজের জনগণকে হত্যা করে, তারপর দোষ পাকিস্তানের ওপর চাপায়। পেহেলগামে এক ঘণ্টা ধরে মানুষ হত্যা চলছিল, অথচ ৮ লাখ ভারতীয় সেনার কেউই ঘটনাস্থলে উপস্থিত হয়নি। পরে যখন তারা এলো, তখন দোষ চাপাল পাকিস্তানের ওপর।‘
আরও পড়ুন: পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করল ভারত
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘কোনো দেশ কিংবা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, আর পাকিস্তান কখনোই এ ধরনের বর্বর কাজকে সমর্থন করে না। বরং পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে এসেছে।‘
ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও আফ্রিদি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘হামলার মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতের মিডিয়া যেন পুরো বলিউড সিনেমা বানিয়ে ফেলল। খোদার জন্য, সবকিছু বলিউড বানাবেন না। আমি বিস্মিত হয়েছিলাম, এমনকি উপভোগ করছিলামও, তারা যেভাবে ঘটনা উপস্থাপন করছিল।‘
এদিকে পেহেলগাম হামলার পর ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ করেছে ভারত। আর পিএসএলে সম্প্রচার দায়িত্বে থাকা ১২ ভারতীয় ক্রু ও একজন প্রযোজক পাকিস্তানে আটকা পড়েছেন।