ভারত থেকে মুক্তি পেয়ে বুধবার দেশে ফিরবে ১৭ শিশু-কিশোর

২ সপ্তাহ আগে
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হয়ে আটক থাকা ১৭ বাংলাদেশি শিশু-কিশোরকে মুক্তি দিয়েছে ভারত সরকার।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর রহমান।

 

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে অনুপ্রবেশ করে আটক হয়েছিল। তথ্য যাচাই-বাছাই শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বদেশ প্রত্যাবাসনের অনুমতি দেয়। মুক্তিপ্রাপ্তদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। মানবাধিকার সংগঠন তাদের প্রাথমিকভাবে হেফাজতে নিয়ে আইনি সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরও পড়ুন: আড়াই বছর পর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি, বাজারে কমবে দাম?

 

মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, তাদের তথ্য অনুযায়ী প্রায় ৫০ হাজার নারী-পুরুষ পাচারের শিকার হয়ে ভারতে অবস্থান করছে। পাচারকারীরা কখনো ভালো কাজ, কখনো প্রেমের প্রলোভন দেখিয়ে শিশু ও নারীদের ভারতে নিয়ে যায় এবং বিক্রি করে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। উদ্ধার হওয়া মানুষের সংখ্যা মোট পাচারের মাত্র ৫ শতাংশ বলে জানান তিনি।

 

ভারতের পশ্চিমবঙ্গের একটি হোমে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে সরকারিভাবে দেশে ফিরছেন এ ১৭ শিশু-কিশোর।

]]>
সম্পূর্ণ পড়ুন