নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেছেন, ‘আমাদের বন্ধু, কাতার এবং সৌদি আরব এই সংঘাতের অবসান ঘটানো উচিত বলে মতামত ব্যক্ত করেছে। এ জন্য আমরা আপাতত আমাদের পক্ষ থেকে এটি স্থগিত রেখেছি।’ খবর এএনআই’র।
আরও পড়ুন: আফগান হামলায় কতজন সেনা নিহত হয়েছে, জানাল পাকিস্তান
তিনি আরও বলেন,
পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নেই।
আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘যখন কেউ আমাদের (আফগানিস্তানের) অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন সব বেসামরিক নাগরিক, সরকার প্রধান, উলেমা (ধর্মীয় পণ্ডিত) এবং সব ধর্মীয় নেতারা দেশের স্বার্থে লড়াই করার জন্য একত্রিত হন।’
পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের কাছে ‘অন্য বিকল্প’ আছে বলেও হুঁশিয়ারি দেন আমির খান মুত্তাকি।
আরও পড়ুন: সীমান্তে ২০০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
সূত্র: আল জাজিরা
]]>